| |
               

মূল পাতা মুসলিম বিশ্ব জীবনের শ্রেষ্ঠ সফর : পবিত্র উমরাহ সম্পন্ন করলেন ২৫ জন ভারতীয় প্রতিবন্ধী


জীবনের শ্রেষ্ঠ সফর : পবিত্র উমরাহ সম্পন্ন করলেন ২৫ জন ভারতীয় প্রতিবন্ধী


শেখ আশরাফুল ইসলাম     30 October, 2025     02:45 PM    


কারও চোখে আলো নেই, কারও কণ্ঠে শব্দ নেই, আবার কেউ চলেন হুইল চেয়ারে বসে; এমন শারিরীক জটিলতাও দমাতে পারেনি ভারতের ২৫ জন প্রতিবন্ধীকে। তারা হাজির হয়েছেন পবিত্র কাবার সামনে। সৌভাগ্য অর্জন করেছেন পবিত্র উমরাহ পালনের।

ব্রিটেনভিত্তিক দাতব্য সংস্থা “আব্দুল্লাহ এইড” তাদের এই অর্জনকে “জীবনের শ্রেষ্ঠ সফর” উল্লেখ করেছেন।

বুধবার (২৯ অক্টোবর) দ্য সিয়াসত ডেইলির প্রকাশিত এক সংবাদ থেকে এ তথ্য জানা যায়।

পবিত্র উমরাহ পালনকারী এই দলটিতে ছিলেন দৃষ্টিহীন, শ্রবণ ও বাক প্রতিবন্ধী কিছু আলেম ও শিক্ষার্থী। তারা প্রথমে মদিনায় গিয়ে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের রওজা মুবারাক যিয়ারত করেন এবং পরে মক্কা পৌঁছে উমরাহ সম্পন্ন করেন।

উমরাহ পালনকারী এই দলের পৃষ্ঠপোষক “আব্দুল্লাহ এইড” ইনস্টাগ্রামে দেওয়া এক পোস্টে লিখেছেন, “প্রভুর সাথে যোগাযোগের মাধ্যমটা আত্মার, শুধু ভাষার নয়”

অনলাইনে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, হাজিরা স্বেচ্ছাসেবকদের সহায়তায় কাবার চারপাশে তাওয়াফ করছেন। স্বেচ্ছাসেবকেরা তাদের নিরাপত্তা ও স্বাচ্ছন্দ্য নিশ্চিত করেন।

জিম্বাবুয়ের প্রখ্যাত ইসলামি বক্তা ও মুসলিম শিক্ষাবিদ মুফতী ইসমাইল ইবনে মুসা মেনকও তাদের সফরে যোগ দেন। তিনি আনন্দ প্রকাশ করে বলেন, “তারা মক্কায় পৌঁছেছেন! আল্লাহ তায়ালা আপনাকেও সেখানে নিয়ে যাক! আমিন।”

ভিডিওগুলো দেখে সারা বিশ্বের মানুষ আবেগাপ্লুত হয়েছেন। অনেকেকেই নিজেদের টাইমলাইনে এসব শেয়ার করে লিখছেন, “এটাই প্রমাণ করে যে, বিশ্বাস চোখ বা কথার মধ্যে সীমাবদ্ধ নয়।”

“জার্নি অব আ লাইফটাইম” কর্মসূচির আওতায় এতিম, ইসলামি জ্ঞানচর্চাকারী শিক্ষার্থী ও প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য উমরাহ সফরের এই আয়োজন করেছে আন্তর্জাতিক দাতব্য সংস্থা “আব্দুল্লাহ এইড”।

সূত্র : দ্য সিয়াসত ডেইলি